বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ
ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়নে বৃহস্পতিবার বিকালে একযোগে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ। সারাদেশে বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচীতে যুবলীগ ছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। দলীয় সূত্র জানায়, ইউনিয়ন পর্যায়ে বিক্ষোভ মিছিলে স্ব স্ব ইউনিয়নের বাসিন্দা আওয়ামীলীগ-যুবলীগের উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ের নেতারা অংশ নেন। মিছিলকারীরা সরকারের উন্নয়ন, বিএনপি-জামাতের বিরুদ্ধে নানারকম শ্লোগান দেন।
মিছিল চলাকালে কালিদহ ও লেমুয়া ইউনিয়নের কর্মসূচীতে অংশ নেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। এখানে জেলা যুবলীগের সহ-সভাপতি কামাল মোরশেদ, সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিম ছাড়াও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ.কে শহীদ উল্যাহ খোন্দকার, উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হাদী ওয়াসিম, ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা যুবলীগ সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন পাঁচগাছিয়ার কর্মসূচীতে অংশ নেন। এখানে উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূঞা, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, ইউনিয়ন সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক লিটন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল মজুমদার শামীম, জেলা যুবলীগের আইন সম্পাদক আবু সুফিয়ান, ইউনিয়ন সভাপতি সালাহউদ্দিন রুবেল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম, ছাত্রলীগ সভাপতি মীর জাহিদ হাসান, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন প্রেমু প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা আওয়ামীলীগ সভাপতি করিম উল্যাহ বি.কম কাজীরবাগে, সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আবছার আপন ফরহাদনগর ও সাধারণ সম্পাদক করিম উল্যাহ আজাদ বালিগাঁও ইউনিয়নের কর্মসূচীতে অংশ নেন।
উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল জানান, বিএনপি দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগ বিক্ষোভ মিছিল করেছে। আগামী জাতীয় নির্বাচনে জামাত-বিএনপিকে বাংলার মাটিতে সম্মিলিতভাবে প্রতিরোধ করে জনগন উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করবে।
আগামী বিজয়ের মাস ডিসেম্বর থেকে ধারাবাহিকভাবে নির্বাচন পর্যন্ত মাঠে-ময়দানে থেকে আওয়ামীলীগের পক্ষে জনমত তৈরি করা হবে। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের মতো এবং নিজাম উদ্দিন হাজারী এমপিকে তৃতীয়বারের মতো নির্বাচিত করা হবে। আওয়ামীলীগ নির্বাচনমুখী দল। নির্বাচনী আমেজ নিয়ে গ্রামগঞ্জে কর্মসূচী চলছে। এ কর্মসূচীকে ঘিরে নারী-পুরুষ সহ সববয়সী মানুষ স্বাগত জানিয়েছে।
এএজেড