সাতক্ষীরায় উড়ছে ১১০ হাত লম্বা ব্রাজিলের পতাকা

কাতার বিশ্বকাপে ব্রাজিলকে সমর্থন জানিয়ে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ব্রাজিলের ১১০ হাত লম্বা পতাকা বানিয়েছে ব্রাজিল ফ্যান ক্লাবের সমর্থকেরা৷ বর্তমানে উপজেলার কেরেলকাতা ইউনিয়নের সাতপোতা বাজার এলাকায় ওই পতাকা টানিয়ে দেওয়া হয়েছে। আর তার উপরে শোভা পাচ্ছে বাংলাদেশের পতাকা।
সরেজমিন যেয়ে দেখা যায়, উপজেলার সিংগাহ টু গয়ড়া প্রধান সড়কের পথিমধ্যে সাতপোতা বাজারের প্রাচীন বটগাছ সংলগ্ন জাহাঙ্গীর হোসেনের দোকানের সামনে থেকে সাতপোতা গার্লস স্কুল পর্যন্ত উঁচু গাছে উড়ছে বাংলাদেশের পতাকা ও ১১০ হাত লম্বার একটি ব্রাজিল পতাকা। স্থানীয় শিক্ষার্থী ও যুবসমাজের সমন্বয়ে গঠিত সাতপোতা ব্রাজিল ফ্যান ক্লাব ওই পতাকাটি তৈরী করেন।
এ ব্যাপারে ক্লাবটির সভাপতি সুমন হোসেন বলেন, গত চার বছর ধরে উপজেলার মধ্যে সাতপোতায় ব্রাজিলের সব থেকে বড় পতাকাটি বানানো হয়৷ আর এ বছর নেইমারের হাত দিয়েই ব্রাজিল শিরোপা জয় করবে এই লক্ষ্যে ওই ১১০ হাত লম্বা ব্রাজিলের পতাকা বানিয়ে ভালোবাসা জানিয়েছেন তারা৷
এএজেড
