মুক্ত আকাশে উড়লো ২৮ শালিক, ডাহুক ও ঘুঘু

বন্দী দশা থেকে মুক্ত আকাশে উড়লো ২৮ শালিক, ডাহুক এবং ঘুঘু। ফেনীর দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেরাজ শারবীন বুধবার বিকালে বসুরহাট রোডস্থ কবুতর হাটে অভিযান পরিচালনা করে ৩ প্রজাতির ২৮টি বন্য পাখি উদ্ধার করে উপজেলা পরিষদে এনে অবমুক্ত করেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ইন্সপেক্টর আব্দুল্লাহ আস সাদিক ও অসিম মল্লিক ফেনী সামাজিক বন বিভাগের এবং ফেনী ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিমের সহযোগিতায় অবমুক্ত পাখিগুলোর মধ্যে রয়েছে ১৭টি শালিক, ১টি ডাহুক, ১০টি তিলা ঘুঘু।
অভিযানে দাগনভূঞা উপজেলা ভূমি কর্মকর্তা মেহেরাজ শারবীন, ফেনী ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিমের প্রতিষ্ঠাতা সাইমুন ফারাবী ও টিম সদস্যরা উপস্থিত ছিলেন।
দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেরাজ শারবীন জানান, অভিযান পরিচালনা করে পাখি গুলো উদ্ধার করে অবমুক্ত করা হয় এবং বিক্রেতাকে সতর্ক করা হয়েছে।
তিনি আরও জানান, বন্য পাখির আইন মেনে না চললে জেল জরিমানা করা হবে। এই রকম অভিযান অব্যাহত থাকবে।
এএজেড
