'বন্দোবস্তের মাধ্যমে রেলের সম্পদ ব্যবহার করা যাবে'

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী বলেছেন, রেলের গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে নানা পরিকল্পনা রয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে অনেক সরকার ছিল, তারা ব্যাপকভাবে চিন্তা করেনি। বিদেশী সংস্থা এগিয়ে আসেনি। তারা রেলের চেয়ে সড়ক যোগাযোগকে প্রাধান্য দিয়েছে। ফেনী-বিলোনীয়া রেললাইনসহ সারাদেশে কয়েকশ কিলোমিটার লাইন বন্ধ হয়ে গেছে। সড়কের চেয়ে রেল যাতায়াত নিরাপদ ও আরামদায়ক। এজন্য রেলের লাইন ব্রডগেজ লাইন বাড়ানো হবে।
রেলওয়ে সেবা সপ্তাহ উপলক্ষ্যে ভূমি সেবা বিষয়ক অবহিতকরণ সভায় তিনি প্রধান অতিথি ছিলেন। বুধবার সকালে ফেনী রেলওয়ে স্টেশনে এ সভার আয়োজন করে ভূ-সম্পত্তি বিভাগ। সভায় বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহফুজুল করিম, সহকারি প্রকৌশলী মো. আকরামুল হক, সহকারি ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. শহীদুজ্জামান, ফেনী রেলওয়ে স্টেশন মাষ্টার মুহাম্মদ হারুন, ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ আলী আকবর প্রমুখ বক্তব্য রাখেন।
সুজন চৌধুরী আরো বলেন, বিভিন্ন স্থানে রেলের সম্পদ বেদখল হয়েছে। এর মধ্যে কৃষি উপযোগি জায়গা ও জলাশয় রয়েছে। সেগুলো আইনী প্রক্রিয়ায় বন্দোবস্ত নেয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে একদিকে কৃষি উৎপাদন বাড়বে, অনদিকে বেকারত্বও কমবে। শুধু তাই নয়, সরকারের রাজস্ব আয়ও বাড়বে। এছাড়া রেল যাতায়াতে ছাদ ভ্রমণ পরিহার ও পাথর নিক্ষেপকারীদের আইন-শৃঙ্খলা বাহিনীকে সোপর্দ করার আহবান জানান সুজন চৌধুরী।
এএজেড
