কুষ্টিয়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়ার স্থানীয় দৈনিক সময়ের দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক ও কুষ্টিয়ার কণ্ঠ২৪ ডট কমের সম্পাদক নাব্বির আল নাফিজের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন করেছে সম্মিলিত সামাজিক জোট।
বুধবার (১৬ নভ্ম্বের) বিকাল ৪টায় কুষ্টিয়া শহরের থানার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক মো. মুহাইমিনুর রহমান পলল জানান, সংবাদ সংগ্রহের জন্য সব সরকারি দপ্তরসহ সব প্রতিষ্ঠানকে বাধা না নেওয়ার ও সহযোগিতা করার নির্দেশনা দিয়েছেন উচ্চ আদালত। অথচ সংবাদ সংগ্রহ করার সময় সাংবাদিক ও সংগঠক নাফিজের উপর হামলা করা হয়েছে। অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে।
সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক মো. মুহাইমিনুর রহমান পললের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন জোটের সহসমন্বয়ক সাদিক হাসান রোহিদ, প্রতিষ্ঠাতা শাহাবুদ্দিন মিলন, কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এসআই সোহেলসহ আরও অনেকে।
এর আগে মঙ্গলবার (১৫ নভেম্বর) সাদ্দাম বাজারসংলগ্ন দারুস শেফা ক্লিনিকের পাশে আরআরএসের কুষ্টিয়া কার্যালয়ে সংবাদ সংগ্রহের জন্য গেলে শাখা ব্যবস্থাপকসহ কয়েকজন আতর্কিত হামলা করে বলে অভিযোগে করেন ভুক্তভোগী।
এসএন
