শনিবার, ১৫ মার্চ ২০২৫ | ১ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

কুষ্টিয়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়ার স্থানীয় দৈনিক সময়ের দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক ও কুষ্টিয়ার কণ্ঠ২৪ ডট কমের সম্পাদক নাব্বির আল নাফিজের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন করেছে সম্মিলিত সামাজিক জোট।

বুধবার (১৬ নভ্ম্বের) বিকাল ৪টায় কুষ্টিয়া শহরের থানার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক মো. মুহাইমিনুর রহমান পলল জানান, সংবাদ সংগ্রহের জন্য সব সরকারি দপ্তরসহ সব প্রতিষ্ঠানকে বাধা না নেওয়ার ও সহযোগিতা করার নির্দেশনা দিয়েছেন উচ্চ আদালত। অথচ সংবাদ সংগ্রহ করার সময় সাংবাদিক ও সংগঠক নাফিজের উপর হামলা করা হয়েছে। অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে।

সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক মো. মুহাইমিনুর রহমান পললের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন জোটের সহসমন্বয়ক সাদিক হাসান রোহিদ, প্রতিষ্ঠাতা শাহাবুদ্দিন মিলন, কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এসআই সোহেলসহ আরও অনেকে।

এর আগে মঙ্গলবার (১৫ নভেম্বর) সাদ্দাম বাজারসংলগ্ন দারুস শেফা ক্লিনিকের পাশে আরআরএসের কুষ্টিয়া কার্যালয়ে সংবাদ সংগ্রহের জন্য গেলে শাখা ব্যবস্থাপকসহ কয়েকজন আতর্কিত হামলা করে বলে অভিযোগে করেন ভুক্তভোগী।

এসএন

Header Ad
Header Ad

ট্রাম্পের অনুরোধের পর ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের আহ্বান পুতিনের

ট্রাম্পের অনুরোধের পর ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের আহ্বান পুতিনের।ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘হাজার হাজার ইউক্রেনীয় সেনার’ জীবন বাঁচানোর অনুরোধ করেছেন।

ট্রাম্পের এই অনুরোধের পর রুশ প্রেসিডেন্ট শুক্রবার রাশিয়ার কুরস্ক অঞ্চলে থাকা ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, যারা অস্ত্র ফেলে আত্মসমর্পণ করবেন, তাদের জীবনের নিশ্চয়তা দেওয়া হবে এবং তাদের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করা হবে।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন বলেন, ‘আমরা আজ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিবৃতি পর্যালোচনা করেছি। আমরা তার আহ্বানের প্রতি সহানুভূতিশীল। যারা আত্মসমর্পণ করবেন, তাদের জীবনের নিশ্চয়তা দেওয়া হবে।’

একই সঙ্গে তিনি ইউক্রেনের নেতৃত্বকেও তাদের সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার আহ্বান জানান।

প্রসঙ্গত, সৌদি আরবে আলোচনার সময় কিয়েভ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপরই পুতিনের কাছে ট্রাম্পের এই বিবৃতি আসে। ক্রেমলিন আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি না জানালেও পুতিন নীতিগতভাবে এই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন। তবে রাশিয়ার আংশিকভাবে অধিকৃত কুরস্ক অঞ্চলে থাকা ইউক্রেনীয় সেনাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও স্বীকার করেছেন, কুরস্কে তাদের সেনারা চাপের মধ্যে রয়েছেন।

গত আগস্টে কিয়েভ কুরস্ক সীমান্ত পেরিয়ে অভিযান শুরু করে। অনেকেই বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ায় কোনো বিদেশি সেনাবাহিনীর এটিই সবচেয়ে বড় অভিযান। তাই মস্কোও পাল্টা জবাব দিচ্ছে।

কুরস্কে রাশিয়ার পালটা আক্রমণে ইউক্রেনের দখল করা বেশির ভাগ অঞ্চল পুনরুদ্ধার করে নিয়েছেন পুতিনের সেনারা। তবে বিষয়টি সম্ভাব্য শান্তি আলোচনায় মস্কোর ওপর কিয়েভের দর-কষাকষির সুযোগ কেড়ে নিয়েছে।

Header Ad
Header Ad

এক বছর পর ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েই আবার ইনজুরিতে নেইমার

আবার ইনজুরিতে নেইমার। ছবি: সংগৃহীত

দীর্ঘ দিন পর ব্রাজিল দলে ফিরলেও আবারও সেই চোট ছিটকে দিয়েছে তাকে। চোটের কারণে এবারও বিশ্বকাপ বাছাইয়ে খেলতে পারবেন না নেইমার। কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে খেলার জন্য তাকে দলে ডাকা হয়েছিল। দুর্ভাগ্য উঁরুর চোটে মাঠের বাইরে থাকতে হচ্ছে আবার।

নেইমার চোটের কারণে প্রায় দেড় বছরের মতো বাইরে কাটিয়েছেন। সর্বশেষ ক্লাব বদলে সান্তোসে ফেরার পর উজ্জীবিত মনে মনে হচ্ছিল তাকে। কিন্তু সর্বশেষ দুই সপ্তাহ ঊঁরুর চোটের সঙ্গে সংগ্রাম করতে হয়েছে।

ইনস্টাগ্রাম স্টোরিতে খেলতে না পারার কথা এভাবেই জানিয়েছেন তিনি, ‘মনে হচ্ছিল প্রত্যাবর্তন খুব সন্নিকটে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই মুহূর্তে বিশ্বের সেরা জার্সিটি পরবার সুযোগ আমি পাচ্ছি না।’

মূলত ঝুঁকি এড়াতেই মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। নেইমার সেই কথা যোগ করে আরও লিখেছেন, ‘সবাই জানে আমি ফেরার জন্য কতটা উদগ্রীব। আমাদের তার পর দীর্ঘ আলোচনাও হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা একমত হয়েছি যে কোনও ঝুঁকি নিলে সেটা আসলে ভালো হবে না। পাশাপাশি চোট পুরোপুরি নির্মূল করার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত।’

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বাছাই পর্বে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে অবস্থান করছে। কোচ দরিভাল জুনিয়র ব্রাজিলের শীর্ষ গোলদাতাকে ডেকেছিলেন ঠিকই। দুর্ভাগ্য নেইমারকে বাইরে থাকতে হচ্ছে। ব্রাজিলের হয়ে যার সর্বশেষ ম্যাচ ছিল সেই ২০২৩ সালের অক্টোবর! তার জায়গায় খেলবেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার এন্দ্রিক।

বাছাইয়ে ২০ মার্চ ব্রাজিল মুখোমুখি হবে কলম্বিয়ার। পাঁচদিন পর মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার।

Header Ad
Header Ad

আমাকে কাজের বিনিময়ে শোয়ার শর্ত জুড়ে দিয়েছে: অভিনেত্রী স্বাগতা

অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। পাশাপাশি গান, মডেলিং ও উপস্থাপনায় নিজের দ্যূতি ছড়িয়েছেন। এখন অভিনয়ে আগের মতো নিয়মিত পাওয়া যায় না তাকে। নতুন সংসার নিয়েই ব্যস্ততা তার। শিগগিরেই মা হতে চলেছেন এই অভিনেত্রী। বাসায় বিশ্রামে কাটালেও সামাজিক মাধ্যমে সরব তিনি।

সম্প্রতি মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে মারা গেছে শিশু আছিয়া। বিষয়টি নিয়ে যখন চারদিকে প্রতিবাদের ঝড়, ঠিক সেই সময় ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন স্বাগতা। তাতে তিনি তুলে এনেছেন ভিন্ন একটি প্রসঙ্গ। তিনি নির্দ্বিধায় স্বীকার করেছেন যে তাকে শোবিজের একাধিক লোক যৌন প্রস্তাব দিয়েছে।

অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। ছবি: সংগৃহীত

এই অভিনেত্রী লিখেছেন, “আমার নিউজফিডে প্রচুর পুরুষকে দেখছি ধর্ষকের বিরুদ্ধে জোড় প্রতিবাদ জানিয়েছে। কিন্তু এর মধ্যে অনেকেই আমাকে কাজের বিনীময়ে বেডে শোয়ার শর্ত জুড়ে দিয়েছিল, আমি রাজি হইনি বলে চিরতরে কাজের সুযোগও বন্ধ করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে তারা কি ধর্ষক নয় ?”

স্বাগতার পোস্টে কমেন্টে একজন লিখেছেন, “এরা মানুষ না, মানুষ রূপী জানোয়ার।” আরেকজন লিখেছেন, “১০০% তারাও সাইলেন্ট ধর্ষক, আওয়াজ তুললে সবার বিরুদ্ধে তুলতে হবে, নারীর নিরাপত্তা জোরদারে।”

স্বাগতার স্বামী ড. হাসান আজাদ একজন লন্ডন প্রবাসী। তার জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের অনুরোধের পর ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের আহ্বান পুতিনের
এক বছর পর ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েই আবার ইনজুরিতে নেইমার
আমাকে কাজের বিনিময়ে শোয়ার শর্ত জুড়ে দিয়েছে: অভিনেত্রী স্বাগতা
শিশু ধর্ষণ মামলায় জামিন নিতে এসে অভিযুক্ত কারাগারে
চায়ের দোকানে শেখ হাসিনাকে নিয়ে বিতর্ক, বিএনপি কর্মী গুলিবিদ্ধ  
এশিয়ার ১০টি সহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে ট্রাম্প
আবরার ফাহাদ হত্যা মামলা: হাইকোর্টের রায় রবিবার
সুযোগ পেলেই ড. ইউনূসকে শূলে চড়াই : সারজিস আলম  
শিশুকে যৌন হয়রানি, ডিম বিক্রেতাকে পুলিশে সোপর্দ
আছিয়ার ধর্ষকদের দ্রুত বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে মশাল মিছিল  
রাষ্ট্র এখনো পরিপূর্ণ স্বাধীন হয়নি, অনেক পথ বাকি আছে : মাহফুজ আলম  
শপথ নিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি  
দুপুরে জাতিসংঘের মহাসচিব সঙ্গে বৈঠক করবেন বিএনপির  
দুই বিভাগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা  
শেখ হাসিনার চাচাতো ভাই সেখ জুয়েল এখন বিধান মল্লিক  
লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব
দোল উৎসবে বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম
কেউ দেশবিরোধী চক্রান্তে লিপ্ত হলে দেশের মানুষ কঠোর হস্তে দমন করবে: মামুনুল হক
সেনাবাহিনীর অভিযানে ৩৮৩ ছিনতাইকারী-চাঁদাবাজ গ্রেফতার
‘যমুনা রেল সেতু’ উদ্বোধন  ১৮ মার্চ, প্রধান অতিথি রেলপথ সচিব