পোকা দমনের কীটনাশক খেয়ে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর হাতিয়াতে ধান ক্ষেতে পোকা দমনের কীটনাশক খেয়ে মো. কামাল উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের মৃত সেরাজুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ কামাল দীর্ঘদিন ধরে পেটের ব্যাথায় ভুগছিলেন। পেট ব্যাথায় অতিষ্ঠ হয়ে পরিবারের সদস্যদের অজান্তে মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ধান ক্ষেতে পোকা দমনের কীটনাশক পান করেন। এতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ৩টার দিকে মারা যান তিনি। পরে বুধবার (১৬ নভেম্বর) সকালের দিকে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনার সত্যতা স্বীকার করে হাতিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শফিকুর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এসআইএইচ
