ফেনীতে ৩০০ ঘনফুট সেগুন কাঠ জব্দ

চট্টগ্রাম থেকে ঢাকায় পাচারকালে ফেনীর মহিপাল এলাকা থেকে ৩০০ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে সামাজিক বন বিভাগ। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে মহিপাল সংলগ্ন বিসিক রাস্তার মাথায় কাভার্ড ভ্যান ভর্তি এই কাঠ জব্দ করা হয়।
বন বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে চট্টগ্রাম থেকে কাভার্ড ভ্যানে সেগুন কাঠ পাচার হচ্ছে। ফেনী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাকসুদুল আলমের নির্দেশনায় বিশেষ টহল দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালের বিসিক রাস্তার মাথায় অবস্থান নেয় এবং চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দিলে সে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। টহল দল ধাওয়া করলে কাভার্ড ভ্যান ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে তল্লাশি করে কাভার্ড ভ্যান থেকে বিভিন্ন সাইজের ৩০০ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করে টহল দল। গাড়িটি বনবিভাগের কার্যালয়ে নিয়ে আসা হয়।
এ ব্যাপারে বন বিভাগ ফেনী সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র দাস জানান, অভিযানের টের পেয়ে চালক ও পাচারে জড়িতরা পালিয়ে যায়। সেগুন কাঠসহ কাভার্ড ভ্যান জব্দ করা হয়। এ বিষয়ে ফেনী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসআইএইচ
