আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে সড়ক সংস্কার

বরগুনা জেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে বিভিন্ন প্রস্তুতি নিয়েছে বরগুনা জেলা আওয়ামী লীগ। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা বরগুনা পৌর এলাকার অগ্নিঝরা একাত্তর-সার্কিট হাউস এলাকা পর্যন্ত সড়কে বেহাল দশা থাকলেও সম্মেলনকে ঘিরে তা মেরামত চলছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে সার্কিট হাউস ময়দানের পার্শ্ববর্তী সড়কগুলো মেরামতের কাজ চলতে দেখা গেছে। বিভিন্ন সূত্র জানান, সম্মেলনকে ঘিরে জেলার বিভিন্ন সড়ক-মহাসড়কে মেরামতের কাজ চলছে।
স্থানীয়রা জানান, প্রায় এক বছর ধরে ভাঙতে থাকা ওই সড়কে চলতে যখন যন্ত্রণা ভোগ করতে হয়, তখনো এ নিয়ে কারো ভ্রুক্ষেপ ছিল না। কিন্তু আওয়ামী লীগের সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা আসবেন জেনে গত দুই দিন ধরে সড়ক মেরামতের তোড়জোড় শুরু হয়। যদিও শীর্ষনেতারা সড়কপথে নাকি হেলিকপ্টারে আসবেন সেটি এখনো নিশ্চিত হয়নি।
মঙ্গলবার সন্ধ্যায় টাউন হল এলাকায় একটি চায়ের দোকানে রশিদ ফরাজী ও ইব্রাহিম খলিল নামের দুই ব্যক্তিকে অগ্নিঝরা একাত্তর-সার্কিট হাউস পর্যন্ত সড়ক মেরামত নিয়ে আলাপচারিতা করতে দেখা যায়। আলাপকালে তারা একমত যে, ১৬ নভেম্বর মন্ত্রীসহ আরো কয়েকজন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা আসবেন বলে রাতারাতি বদলে যাচ্ছে সড়কের চেহারা।
ফিরতি পথে বরগুনা মহিলা কলেজের সামনে থেকে একটি অটোরিকশায় উঠে পৌর এলাকায় আসার পথেও শোনা গেল সড়ক নিয়ে আলোচনা। অটোরিকশার চালক হেমায়েত মুন্সী তার সঙ্গে বসা যাত্রীর সঙ্গে বলতে থাকেন, 'হুনচি সম্মেলনে কেন্দ্রীয় নেতারা আইবে। এহন দিন-রাইত কাম হইরা রাস্তা ভালো করতেছে। এতদিন কই আছিলো তারা?' কিছুক্ষণ পারে এই প্রতিবেদক পাশে গিয়ে বিষয়টি নিয়ে কথা বলতেই ক্ষোভের সঙ্গে তারা বলেন, 'আমাদের মতো মানষের কতা হোনে কেডা? অহন নেতার আইবে হুইন্নাই সড়ক ঠিক হরতেছে'।
এর আগে বিকালে সরেজমিনে অগ্নিঝরা একাত্তর-সার্কিট হাউস পর্যন্ত সড়ক ঘুরে দেখা যায়, এরই মধ্যে বেশ কিছু স্থানে মেরামতের কাজ শেষ হয়েছে। বরগুনা পৌরসভার লোক হিসেবে পরিচয় দেয়া মনিরুল ইসলাম নামের এক ব্যক্তির তত্ত্বাবধানে ওই সড়কের সংস্কার কাজ চলছে। সেখানে বড় বড় গর্তে পাথর ফেলে পিচও দেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, 'আওয়ামী লীগের সম্মেলন, এই পথ দিয়ে অনেক লোক আসবে। বরগুনা পৌরসভার পক্ষ থেকে পৌর মেয়রের নির্দেশে এই সংস্কারের কাজ করা হচ্ছে।' তবে এবিষয়ে পৌর মেয়ার কামরুল হাসান মহারাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, দীর্ঘ ৮ বছর পর ১৬ নভেম্বর (বুধবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে বরগুনা জেলা আওয়ামী লীগের সম্মেলন। সকাল ১০ টায় বরগুনা সার্কিট ময়দানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ সম্মেলনের উদ্বোধন করবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের।
বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম। বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, সদস্য গোলাম রাব্বানী চিনু, আনিসুর রহমান প্রমুখ।
এএজেড
