ভৈরবে সড়ক দুর্ঘটনায় ৩ মাছ ব্যবসায়ী নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের নীলকুটি এলাকায় সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ৩ মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার(১৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে পিকআপ ভ্যানে করে মাছ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন সরাইলের নোয়াগাঁও ইউনিয়নের চওরাগোদা গ্রামের ইসমাইল মিয়ার ছেলে রেনু মিয়া (৬০), আবুল কালামের ছেলে কামাল মিয়া (৩২) ও কালীকচ্ছ ইউনিয়নের দীঘির পাড় এলাকার সানন্দ (৬১)। মাছসহ তাদেরকে বহনকারী পিকআপ ভ্যানটি রাত ৩টার দিকে ভৈরবের নীলকুটি এলাকায় যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা সিলেটগামী যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাছ বহনকারী পিকআপ ভ্যানটি উল্টে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিন মাছ ব্যবসায়ী মারা যান।
এদিকে নিহতের খবরে সরাইলের চওড়াগোদা ও ধর্মতীর্থ এলাকায় তাদের পরিবারে ও গ্রামে চলছে শোকের মাতম। খোঁজ খবর জানতে মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোর থেকেই নিহতদের বাড়িতে ভিড় করছেন স্বজন ও আশপাশের গ্রামের লোকজন।
এসআইএইচ
