সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলাপাড়ার এসিল্যান্ড আহত
সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন পটুয়াখালী জেলার কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক। তিনি সাভারের এনাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিএ্যান্ডবি এলাকায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এ বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা।
এসিল্যান্ড আবু বকর সিদ্দিক টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার হাকুরা গ্রামের কামাল উদ্দিনের ছেলে। তিনি সাভারের সিএ্যান্ডবিতে অবস্থিত লাইভস্টক একাডেমির সার্ভে এ্যান্ড সেটেলমেন্ট বিষয়ের প্রশিক্ষনার্থী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, এসিল্যান্ড আবু বকর সিদ্দিক সাভার থেকে বাসে করে সিএ্যান্ডবি বাসস্ট্যান্ডে নামেন। এ সময় পাঁচজন ছিনতাইকারী তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার কাছে থাকা মোবাইল, টাকা-পয়সা নিয়ে চলে যায়। এ সময় সড়কের অপরপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায় এবং পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার (সার্জারি) ডা. উজ্জ্বল আহমেদ বলেন, আহতের বুকে, পেটসহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের ৫টি চিহ্ন পেয়েছি। তাছাড়া তার শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে। তবে তিনি এখন আশঙ্কামুক্ত।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ছিনতারীদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। তাদের ধরতে অভিযান চলমান রয়েছে।
এসআইএইচ