মহিষের শিংয়ে আর্জেন্টিনার পতাকা

বিশ্বে এখন আলোচনার তুঙ্গে কাতার ফুটবল বিশ্বকাপ। বিশ্বজুড়ে বিশ্বকাপ ঘিরে চলছে আলোচনা ও হৈ-হুল্লোড়। বিশ্বের বিভিন্ন দেশের মতো সেই আনন্দ ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। বাড়ির ছাদ, কর্মস্থল, পরিবহনসহ বিভিন্নস্থানে শোভা পাচ্ছে প্রিয় দলের পতাকা। দেশে এটি পুরোনো সংস্কৃতি বলা চলে।
সেই ধারাবাহিকতায় এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী। আর্জেন্টিনার এই সমর্থক তার পালিতে মহিষের শিংয়ে ফুটিয়ে তুলেছেন প্রিয় দলের পতাকা। তার এমন ‘পাগলামি’ নিয়ে এলাকায় চলছে বেশ আলোচনা।
সোমবার (১৪ নভেম্বর) দুপুরে ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী তার ফেসবুকে ছবিটি আপলোড করলে তা ভাইরাল হয়ে যায়। পরে মহিষটি দেখতে দূর-দূরান্ত থেকে তার বাড়িতে ভিড় জমান আর্জেন্টাইন ভক্ত-সমর্থকরা। মহিষটি দেখে আনন্দে-উল্লাসে মাতেন অনেকেই। মহিষের সঙ্গে তুলেন সেলফি।
ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, আর্জেন্টিনার সাপোর্টার হওয়ায় মহিষের শিংয়ে রং করে ভালোবাসা প্রকাশ করেছি। পছন্দের দলের পতাকার রং করার পর আমার মহিষকে বেশ লাগছে।
এসজি
