ডিঙ্গি নৌকায় মিলল ১২০০ হাঙর

বরগুনার পাথরঘাটা উপজেলায় অভিযান চালিয়ে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ১ হাজার ২০০ পিস (৩০০ কেজি) হাঙর জব্দ করেছে কোস্টগার্ড।
এ ঘটনায় মো. মনিরুজ্জামান নামে একজনকে আটক করা হয়। তিনি পাথরঘাটা পৌর শহরের শাহজাহান ঘরামির ছেলে। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কেএম শফিউল কিঞ্জল সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা ১১টার দিকে পাথরঘাটা বিএফডিসি ঘাট এলাকায় একটি ডিঙ্গি নৌকা তল্লাশি করে ১ হাজার ২০০ পিস (৩০০ কেজি) হাঙরসহ মনিরুজ্জামানকে আটক করা হয়। পরে জব্দকৃত হাঙর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয় এবং আটক ব্যক্তিকে মুচলেকা নিয়ে নৌকাসহ ছেড়ে দেওয়া হয়েছে।
এসজি
