১২৩০ লিটার চোরাই ডিজেলসহ আটক ৪

ফেনীর লালপোল এলাকায় ১৪ নভেম্বর সোমবার সকালে অভিযান চালিয়ে ১২৩০ লিটার চোরাই ডিজেলসহ ৪ চোরাকারবারীকে আটক করেছে র্যাব। এসময় চোরাইকাজে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। উদ্ধারকৃত ডিজেলের মূল্য ১ লাখ ৩৪ হাজার টাকা।
আটককৃতরা হলো- ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিণ খানে বাড়ীর জয়নাল আবেদীনের ছেলে মো. আহাম্মদ আলী (৩৫), মৃত ওবায়দুর রহমানের ছেলে মো. খুরশিদ আলম (৩৮), পশ্চিম সিলোনিয়া এলাকার আবদুল মুন্নাফের ছেলে মো. খুরশিদ আলম (৭০) ও মৃত হামিদুর রহমানের ছেলে নিজাম উদ্দিন (৬৫)।
র্যাব-৭, ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কতিপয় ব্যক্তি বিক্রয় করার উদ্দেশ্যে অবৈধ চোরাই ডিজেল সিএনজিসহ ফেনীর লালপোল বাজার মেসার্স হোসেন ব্রাদার্স এর সামনে অবস্থান করছে। র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে ৪ চোরাকারবারীকে আটক করে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের দেখানো মতে বিভিন্ন সাইজের ১২টি তেলের গ্যালন ও ৪টি ড্রামে ১২৩০ লিটার চোরাইকৃত ডিজেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোরাই ডিজেলের মূল্য ১ লাখ ৩৪ হাজার টাকা। এসময় তেল বহনকারী কাগজপত্র বিহীন সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তাঁরা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বিভিন্ন এলাকা হতে চোরাই ডিজেল সংগ্রহ করে পরবর্তীতে ফেনীসহ আশেপাশের জেলার বিভিন্ন জনসাধারনের নিকট বিক্রয় করে আসছে।
ফেনীস্থ র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, আটককৃত ব্যক্তিরা ও উদ্ধারকৃত ডিজেল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।
এএজেড
