মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে বধ্যভূমি নির্মাণ শুরু

মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণে ফেনী সরকারি কলেজে নবরূপে বধ্যভূমি স্মৃতিস্তম্ভ ও মুক্তমঞ্চ নির্মাণের উদ্যোগ নেয়া হয়। ৩ কোটি টাকার বেশি ব্যয়ে এটি নির্মাণের উদ্যোগ নেয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসন, ফেনী সরকারি কলেজ, বধ্যভূমি স্মৃতিস্তম্ভ বাস্তবায়ন কমিটি। সোমবার দুপুরে কলেজ আঙ্গিনায় ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
ফেনী জেলা সাংস্কৃতিক কর্মকর্তা এসএমটি কামরান হাসানের সঞ্চালনায় এসময় জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, সিভিল সার্জন ডা: রফিক উস ছালেহীন, কলেজ অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল মোতালেব, মুক্তিযুদ্ধকালীন ত্রিপুরা মুহুরী ইয়ুথ ট্রেনিং ক্যাম্পের ডেপুটি ক্যাম্প চীফ মোস্তফা হোসেন, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আবু তাহের। দোয়া পরিচালনা করেন ফেনী আলীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান।
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, বধ্যভূমি নির্মাণের মধ্য দিয়ে ফেনী জেলায় মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পূর্ণ হবে। পরিপূর্ণ বধ্যভূমি দেখে ভবিষ্যত প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। বাঙ্গালী জাতির আত্মত্যাগ স্মরণ করা হবে। দেশ গঠনের জন্য মুক্তিযুদ্ধের বার্তা ফুটে উঠবে।
সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, মুক্তিযুদ্ধের সময় কলেজের এই পুকুরে ৫শ এর অধিক লোককে পাকিস্তানীরা নির্মমভাবে হত্যা করেছে। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে আমরা স্বাধীনতা পেয়েছি। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বধ্যভূমি দৃষ্টিনন্দনভাবে তৈরি করা হবে। আগামী ২৫ মার্চ এটি উদ্বোধন করা হবে।
উল্লেখ্য, ভেক্টর প্লিন্থ নামে চট্টগ্রামের একটি নির্মাতা প্রতিষ্ঠান বধ্যভূমি স্মৃতিস্তম্ভের প্রস্তাবিত নকশা করেছে। ইতোপূর্বে ফেনী সরকারি কলেজ বধ্যভূমি স্মৃতিস্তম্ভ নির্মাণ পরিকল্পনা বিষয়ে ৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে জেলা প্রশাসন। কমিটিতে ফেনী সরকারি কলেজ অধ্যক্ষকে আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, আবদুল মোতালেব, সাংবাদিক বখতেয়ার মুন্না, আরিফুল আমীন রিজভী, ফেনী কলেজ শিক্ষক প্রতিনিধি ও ছাত্র সংসদের ভিপি।
এএজেড
