সুবর্ণচরে ৫৭৫০ কৃষকের মাঝে রবি প্রণোদনা বিতরণ

নোয়াখালীর সুবর্ণচরে রবি ২০২২-২৩ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম, সয়াবিন, মুগ ডাল ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) দুপুরে সুবর্ণচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক হলরুমে এ কর্মসূচির উদ্ভোধন করা হয়।
এ সময় ২ হাজার কৃষকের মাঝে সরিষা, ১২০০ কৃষকের মাঝে সূর্যমুখী, ৫০০ কৃষকের মাঝে খেসারী, ৩০০ কৃষকের মাঝে চিনা বাদাম, ৫০০ কৃষকের মাঝে সয়াবিন, ৫০ জন কৃষকের মাঝে মসুর, ১০০ কৃষকের মাঝে গম, ১০০ কৃষকের মাঝে ভুট্টা ও ১ হাজার কৃষকের মাঝে মুগ ডালের বীজসহ জনপ্রতি ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করেন অতিথিরা।
উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. কামাল উদ্দিনের সঞ্চলনায় এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন আর রশীদ। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা প্রকল্প কর্মকর্তা কাউসার আহমেদ ও মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলামসহ প্রমুখ।
এসআইএইচ
