রংপুর থেকে ঢাকায় পাঠানো হলো ত্রুটিপূর্ণ ২ হাজার ইভিএম

রংপুরের নির্বাচন কার্যালয়ে থাকা প্রায় দুই হাজার ইভিএম মেশিন সচল করার জন্য ঢাকা নির্বাচন কমিশন কার্যালয়ে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন। তিনি বলেন, ইভিএম মেশিনগুলো সময় ও তারিখসহ বিভিন্ন সমস্যা থাকায় ব্যবহার অনুপোযোগী হওয়ায় সচল করার জন্য গত বৃহস্পতিবার পাঠানো হয়েছে।
রংপুর নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রংপুর জেলায় ইউপি নির্বাচন অতিসম্প্রতি জেলা পরিষদের নির্বাচনসহ গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে অনেক ক্ষেত্রে ইভিএম ব্যবহার করা হয়েছে। বিশেষ করে জেলা পরিষদ নির্বাচনে পুরোটাই ইভিএম ব্যবহার করা হয়েছে। ইভিএম মেশিনগুলো এতদিন জোড়াতালি দিয়ে ব্যবহার করা হয়েছিল পুরোপুরি সচল ছিল না। যেসব নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয়েছে সেই নির্বাচনের ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণায় কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না বা হয়েছে কি না সে ব্যাপারে কোনো কর্মকর্তাই কোনো মন্তব্য করতে পারেনি। তবে মেশিনের বাক্সে টাইম প্রবলেম লেখা স্টিকার লাগানো দেখা গেছে বেশিরভাগ মেশিনে। সমস্যার কারণে রংপুর জেলা নির্বাচন অফিসসহ জেলার ৮ উপজেলা নির্বাচন অফিসের সব ইভিএম মেশিন এক যোগে ফেরৎ পাঠানো নিয়ে নানান প্রশ্ন উঠেছে সচেতন মহলে। তাহলে কি খারাপ ইভিএম দিয়ে এতদিন নির্বাচন করা হয়েছে- এমন প্রশ্নের উত্তরে কোনো কর্মকর্তাই কথা বলতে রাজি হননি।
নাম প্রকাশে অনিচ্ছুক দুজন কর্মকর্তা বলেছেন, আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন, সেজন্য আগে থেকে নির্বাচন অফিসে থাকা ইভিএম মেশিনগুলো ঢাকায় কমিশন কার্যালয়ে ফেরত পাঠানো হলো। টাইম প্রবলেম বাটনগুলো ঠিক মতো কাজ না করা, অনেক দিন ব্যবহার না করাসহ বিভিন্ন সমস্যা ছিল। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৯২টি ভোট কেন্দ্রে অনেক ইভিএম মেশিন প্রয়োজন হবে সে কারণে সচল এবং ব্যবহার উপযোগী মেশিন আনার জন্য পুরাতন ইভিএম মেশিনগুলো কাভার্ড ভ্যানে করে ঢাকায় পাঠানো হয়েছে।
রংপুর জেলা সিনিয়র নির্বাচন অফিসার ফরহাদ হোসেন সাংবাদিকদের জানান, এখানে থাকা মেশিনগুলোতে টাইম প্রবলেমসহ বিভিন্ন সমস্যা থাকায় ঢাকায় নির্বাচনর কমিশনে পাঠানো হয়েছে।
এসএন
