সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতে বিজিবির প্রতিনিধিদল
বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ের ৩ দিনের সীমান্ত সম্মেলনে যোগ দিতে রবিবার (১৩ নভেম্বর) সকালে বিজিবির ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেছে।
বিজিবির ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নওরোজ এহসান। এসময় সঙ্গে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সেক্রেটারি নুসরাত জাহানসহ বিজিবির ১৪ কর্মকর্তারা।
প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্স ল্যান্ডে পৌঁছালে ভারতের বিএসএফের কলকাতা সেক্টর কমান্ডার রাজেস কুমার তাদের ফুলেল শুভেচ্ছা জানান। পরে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে বিজিবির প্রতিনিধি দলকে গার্ড অব অনার দেওয়া হয়।
কলকাতায় বিজিবি-বিএসএফের সীমান্ত সমন্বয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসএফের আইজিপি অতুল ফুলজেলে।
এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে.কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, কলকাতায় ১৩ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হবে। ১৬ নভেম্বর আলোচনা শেষে প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট সীমান্ত দিয়ে দেশে ফিরে আসবে।
তিনি আরও বলেন, বৈঠকে সীমান্ত পথে অবৈধ অস্ত্র, অনুপ্রবেশ, চোরাচালান, মাদক, নারী-শিশু পাচার প্রতিরোধসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
এসজি