সৈকতে ব্যবসাকে কেন্দ্র করে ফটোগ্রাফার খুন

কক্সবাজার সমুদ্র সৈকতে ব্যবসাকে কেন্দ্র করে মো. ইউছুপ (২২) নামে এক ফটোগ্রাফারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার (১৩ নভেম্বর) বিকালে পৌরসভার চন্দ্রিমা হাউজিং এলাকার কলাতলীর চন্দ্রিমা মাঠে এ ঘটনা ঘটে।
নিহত মো. ইউছুপ কক্সবাজার সমুদ্র সৈকতে ফটোগ্রাফার হিসেবে কাজ করতেন।
নিহতের স্বজনরা জানান, গত ৭ নভেম্বর সমুদ্র এলাকায় সৈকতের ব্যবসাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার জের ধরে পূর্ব কলাতলীর সোহেল, রুবেল, হারুন, ইয়াছিন ও মিজান মিলে ইউছুপকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) নাজমুল হক বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
এসজি
