দোষীদের গ্রেপ্তার ও ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ফেনীর সোনাগাজীতে বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির প্রতিবাদে ও নিহত স্বর্ণ ব্যবসায়ী অর্জুনের হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে ফেনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ফেনী জেলা শহরে ও সকল উপজেলায় এ কর্মসূচি পালন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।
ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জেলা জুয়েলারি অ্যাসোসিয়েশনের সভাপতি ইসমাঈল হোসেন খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক বাচ্চুর সঞ্চালনায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, ৩০ অক্টোবর দুপুরে হঠাৎ করে ফ্লিমি স্টাইলে বোমা ফাটিয়ে সোনাগাজীর জমাদার বাজারে স্বর্ণ দোকানে হামলা ও ডাকাতি করা হয়। হামলায় গুরুতর জখম হওয়া দোকান মালিক অর্জুন ভাদুড়ী শুক্রবার রাতে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ঘটনার ১৩ দিন অতিবাহিত হওয়ার পরও জড়িতদের এখনও শনাক্ত করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী। এটি অত্যন্ত দুঃখের বিষয়। আমরা চাই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হউক। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
এ সময় ঘটনার ক্লু উদঘাটন করতে না পারায় ও সোনাগাজীতে আইন-শৃঙ্খলা অবনতি হওয়ায় ওসির প্রত্যাহারের দাবি করেন বক্তারা।
এ ব্যাপারে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. খালেদ হোসেন জানান, জমাদার বাজারে ডাকাতির ঘটনায় অজ্ঞাতনামা ছয়জনকে আসামি করে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এসআইএইচ
