জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে কুয়েট ছাত্র নিহত

জয়পুরহাট রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামার সময় ট্রেনে কাটা পড়ে কুয়েটের এক ছাত্র নিহত হয়েছেন।
শুক্রবার (১১ নভেম্বর) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে পুলিশের সদস্য আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত শিক্ষার্থীর নাম রাহুল (২৩)। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কালীপাড়া গ্রামের মৃত শাহরিয়ার রইচের ছেলে। রাহুল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের (কুয়েট) লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
রেলওয়ে পুলিশ সদস্য আইয়ুব আলী জানান, কুয়েটের ওই শিক্ষার্থী খুলনা থেকে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে জয়পুরহাট আসছিলেন। ট্রেনটি জয়পুরহাট স্টেশন পার হওয়ার পর তার বিষয়টি খেয়াল হয়। পরে চলন্ত ট্রেন থেকে দ্রুত প্ল্যাটফর্মে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় তিনি।
এসএন
