ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ হারাল পাউবো সদস্য

মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে সড়কের পাশে ছিটকে পরে গুরুতর আহত হয় মোটরসাইকেল আরোহী। পরে এ দুর্ঘটনায় মো. হোসেন (২৮) নামের এক পাউবো সদস্য মারা যান। এ সময় ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ট্রাকচালক ও তার সহকারীকে।
বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে ভোলা শহরের তিন খাম্বা মোড় (সুন্দরবন কুরিয়া সার্ভিস) অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত হোসেন ভোলা চরনোয়াবাদ চৌমুহনী বাজার সংলগ্ন ৮ নম্বর ওয়ার্ডের মৃত রুহুল আমীন মাষ্টারের ছেলে। তিনি ভোলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, ডিউটি শেষে নিজের মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন হোসেন। মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে হোসেন গুরুতর আহত হয়। তাৎক্ষণিক ট্রাকচালক রক্তাক্ত অবস্থায় হোসেনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত হোসেনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালে রেফার্ড করেন। শেবাচিমে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, বিপরীত দিক থেকে ট্রাক আসায় হোসেন তার মোটরসাইকেলটির গতিরোধ করে সাইডে দাঁড়িয়েছিলেন। কিন্তু পিছন থেকে দ্রুতগতির একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে ট্রাকটির সামনের অংশের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন হোসেন। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে অটোরিকশা চালককে শনাক্তের প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির ঢাকাপ্রকাশ-কে জানান, এ ঘটনায় একটি ট্রাক ও তার চালক, সহকারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এসআইএইচ
