সদ্য উদ্ভাবিত ব্রি ধান ১০৩ জাতের শস্য কর্তন

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সদ্য উদ্ভাবিত আধুনিক উচ্চফলনশীল জাত ব্রি ১০৩ জাতের ধানের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ফেনীর সোনাগাজী উপজেলার দক্ষিণ চর চান্দিয়া গ্রামের আদর্শ কৃষক আবু সাঈদ রুবেলের ক্ষেতে এ কর্মসূচি পালিত হয়। ধান গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিশ্বজিৎ কর্মকারের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অদিদপ্তরেন চট্টগ্রাম আঞ্চলিক অতিরিক্ত পরিচালক মো. মোফাজ্জল করিম।
বিশেষ অতিথি ছিলেন ধান গবেষণা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ব্রি আঞ্চলিক কার্যালয় কুমিল্লার প্রধান ড. মো. রফিকুল ইসলাম, কৃষি বিভাগের ফেনীর উপপরিচালক মো. একরাম উদ্দিন, সোনাগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন মজুমদার। দক্ষিণ চর চান্দিয়া গ্রামের আদর্শ কৃষক আবু সাঈদ রুবেল বলেন, পরীক্ষামূলক এ ধান চাষ করেছেন তিনি। প্রথমবার চাষেই সফলতা পেয়েছেন। আমন মৌসুমে ১ হেক্টরে অন্য জাতের ধান ৫ মেট্রিক টন উৎপাদন হলে, এ নতুন জাতটি ছয় মেট্রিক টনেরও বেশি উৎপাদিত হয়।
এ অনুষ্ঠানের সভাপতি ড. বিশ্বজিৎ কর্মকার বলেন, আমন মওসুমে আবাদযোগ্য ব্রি ধান ১০৩ সদ্য উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত যা ইতোমধ্যে জাতীয় কারিগরি কমিটি (National Technical Committee (NTC) তে পাস হয়েছে এবং National Seed Board (NSB) তে পাস হওয়ার অপেক্ষায় আছে। National Seed Board (NSB) তে পাস হওয়ার পর এই বীজ সারাদেশে সম্প্রসারণ করা হবে। শস্য কর্তনে ব্রি ধান ১০৩ (প্রস্তাবিত) এর গড় ফলন পাওয়া গেছে হেক্টর প্রতি ৬ দশমিক ৩ মেট্রিক টন। আশা করি এ জাতের ধান শীঘ্রই অনুমোদনের মাধ্যমে ছড়িয়ে দেয়া হবে।
এএজেড
