৪৪ দিন পর পঞ্চগড়ে উদ্ধার আরও এক মরদেহ

পঞ্চগড়ে বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনার ৪৪ দিন পরে ভূপেন্দ্রনাথ রায় ওরফে পানিয়া (৪৪) নামে আরো একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার মাড়েয়া ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়ার ঘাট এলাকায় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ নিয়ে নৌকা ডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাড়ালো ৭০ জনে। তবে এ ঘটনায় এখনো দুইজন নিখোঁজ রয়েছেন। নিহতের বাড়ি দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ছত্র শিকারপুর গ্রামে। তিনি ওই এলাকার মদন কুমার রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বুধবার দুপুরে কয়েকজন শ্রমিক করতোয়া নদীতে পাথর ও বালি তুলছিলেন। এসময় তাদের পাথর তোলার যন্ত্রে মরদেহটি উপড়ে উঠে আসে। পরে তারা স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবগত করেন।
খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি সনাক্ত করে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা।
এএজেড
