বিএনপির সমাবেশে কেউ ক্ষতিগ্রস্ত হলে দায় কার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, বাংলার মানুষ আলোকিত বাংলাদেশ দেখতে চায়, তারা অন্ধকারের দিকে যেতে চায়না, জনগন আর জ্বালাও ও পোড়াও দেখতে চায়না বিএনপি যদি আন্দোলনের নামে ব্যারিকেট দিয়ে রাস্তা বন্ধ করে তাহলে সাধারণ মানুষের জান মাল রক্ষার্থে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে না।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প কেবলমাত্র শেখ হাসিনাই, কারও সাথেই শেখ হাসিানার তুলনা করা যায়না, সে কারণে আবারও বাংলার মানুষ নির্বাচনের জন্য তৈরী হচ্ছে, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত ও উন্নত বাংলাদেশ গড়ার জন্য আবারও তারা নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে।
এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনতন্ত্রকে বিশ্বাস করেন, জনগনের ওপর তার অগাধ আস্থা রয়েছে, আওয়ামী লীগ যত বার ক্ষমতায় এসেছে, জনগনের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগ কোন ষড়যন্ত্রে বিশ্বাস করেণা, আওয়ামী লীগ কখনো পেশি শক্তি কিংবা বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় আসেনা। আওয়ামী লীগ প্রতিবার জনগনের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে।
আজ বুধবার দুপুরে মাদারীপুর লেকের পাড় স্বাধীনতা অঙ্গনে কেনিয়ার বেসরকারী সংগঠন রাইসু ফাউন্ডেশন ও আছমত আলী খান ফউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ঠোটকাটা ও তালু কাটা রুগীদের বিনামূল্যে অপারেশন ক্যাম্পের উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এ কথা বলেন।
আছমত আলী খান ফাউন্ডেশনের সভাপতি সৈয়দা রোকেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ড. আব্দুস সোবাহান গোলাপ এমপি, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
অনুষ্ঠানে মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ স্থানীয় জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এএজেড
