রাতে কান্নার শব্দ, সকালে নদীতে মিলল শিশুর লাশ

কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদী থেকে মোহাম্মদ আনাছ নামের সাত মাস বয়সী এক শিশুর মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ নভেম্বর) সকালে উপজেলার কাকারা ইউনিয়নের মাঝের ফাঁড়ি স্টেশনস্থ নদীর পয়েন্ট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু আনাছ উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম সুরাজপুর এলাকার হোসাইন আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম সুরাজপুর এলাকার হোসাইন আলী মাতামুহুরী নদীর তীরবর্তী এলাকায় বসবাস করেন। স্থানীয়রা মঙ্গলবার রাতে শিশুটির স্বজোরে কান্নাকাটি শব্দ শুনেছে। তাদের ধারণা, বাবা-মার অজান্তে কেউ শিশুটিকে নদীতে ফেলে দিয়েছে।
বুধবার সকালে কাকারা মাঝের ফাঁড়ি স্টেশন জামে মসজিদের কয়েকজন মুসল্লি শিশুটিকে মাতামুহুরী নদীতে ভাসমান অবস্থায় দেখতে পায়। ওই সময় শিশুটিকে স্থানীয় টমটমচালক আবু বক্কর শিশুটিকে নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন।
পরে ঘটনাটি জানাজানি হলে শিশুর পরিচয়ের সন্ধান মেলে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবতী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এএজেড
