দাগনভূঞায় বিক্রয় নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

ফেনীর দাগনভূঞায় বিক্রয় নিষিদ্ধ ১শ কেজি পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার উপজেলার চৌধুরী মার্কেটে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানায়, দীর্ঘদিন ফেনীর বিভিন্ন বাজারে বিক্রয় নিষিদ্ধ পলিথিনের সয়লাব বয়ে যাচ্ছে। এমতাবস্থায় এর বিক্রিয়, মজুদ ও ব্যবহার নিয়ন্ত্রণের জন্য পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমান আদালত পরিচালনার সিদ্ধান্ত নেয়।
এরই অংশ হিসেবে মঙ্গলবার দাগনভূঞা উপজেলার চৌধুরী মার্কেটের বিভিন্ন দোকানে তল্লাশী করা হয়। অভিযানে মেসার্স জাহাঙ্গীর ট্রেডার্স ও হারুন এন্টারপ্রাইজ থেকে ১০০ কেজি পলিথিন জব্দ করা হয়। অবৈধ পলিথিন বিক্রয়ের দায়ে দুই দোকানীকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টের প্রসিকিউশন ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক ফাইজুল কবির জানান, পলিথিন উৎপাদন, মজুদ, পরিবহন ও বিক্রয়ের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এএজেড
