দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবকের মৃত্যু

কক্সবাজারের টেকনাফে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ সেলিম (৩০) নামের এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
ওসি শেখ মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার (৮ নভেম্বর) ভোর রাতে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ সেলিমকে নিয়ে আসেন অজ্ঞাত তিন ব্যক্তি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেলিমের মৃত্যু হলে ওই তিন ব্যক্তি পালিয়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও জানান, নিহত সেলিম টেকনাফ নয়াপাড়া মোছনী রেজিস্ট্রার্ড ক্যাম্পের আবদুস সালামের ছেলে। প্রাথমিকভাবে জানা গেছে যে নবী হোসেন গ্রুপের সদস্য হিসেবে কাজ করত সে। সন্ত্রাসী নবী হোসেন গ্রুপ ও মুন্না গ্রুপের মধ্যে বিরোধের জের গুলিবিদ্ধ হয়েছে বলে তথ্য পাওয়া যাচ্ছে।
এ ব্যাপারে টেকনাফ থানার ওসি মোঃ আব্দুল হালিম বলেন, নিহত লোকটি টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরে হলেও ঘটনাস্থল উখিয়ায়। এ ব্যাপারে বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে।
এসআইএইচ
