শিশুকে ধর্ষণ ও হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লার মনোহরগঞ্জে শিমু আক্তার নামে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুইজনকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৮ নভেম্বর) কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। রায় ঘোষণার সময়ে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে বাচ্চু মিয়া ও একই গ্রামের মৃত মোস্তফা ভূঁইয়ার ছেলে আমির হামজা।
কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট প্রদীপ কুমার দত্ত এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৫ মার্চ সকালে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামের ছায়েদুল হকের মেয়ে শিমু আক্তারকে ধর্ষণ করে বাচ্চু মিয়া ও আমির হামজা। পরে শিশু শিমু বিষয়টি তার বাবাকে জানালে তারা ক্ষুব্ধ হয়ে কুপিয়ে হত্যা করে শিমুকে। এ ঘটনায় নিহত শিমু আক্তারের বাবা বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় বাচ্চু মিয়া ও আমির হামজাকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হত্যাকাণ্ডের প্রায় ১ বছর পর ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালতের বিচারক তাদেরকে মৃত্যুদণ্ডের রায় দেন।
এসজি
