লামায় বন্য হাতির হামলায় একজনের মৃত্যু

বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির হামলায় চিংসাথুই মারমা (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ নভেম্বর) রাতে উপজেলার ফাইতংয়ে তার মৃত্যু হয়।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে এ তথ্য জানান ফাইতং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শামীম শেখ।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাতে চিংসাথুই মারমা ফাইতং ইউনিয়ন পরিষদের এলাকা থেকে ফাদুর বাগানপাড়ার বাড়িতে ফিরছিলেন। তখন ওই পথ দিয়ে পাড় হচ্ছিল হাতির একটি দল। চিংসাথুই হাতির পালের মুখোমুখি পড়ে যান। তিনি পালানোর চেষ্টা করলেও একটি হাতি তাকে ধরে ফেলে এবং তাকে শুঁড় দিয়ে ছুড়ে মারে। চিংসাথুই মারমার চিৎকারে পাড়াবাসী মশাল নিয়ে এগিয়ে এলে হাতির পাল সরে যায়। এরপরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী চকরিয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ফাইতং পুলিশ ফাঁড়ির এসআই মো. শামীম শেখ বলেন, চিংসাথুই মারমাকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালেই তিনি মারা যান।
এসআইএইচ
