বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে মিনি ট্রাক ও মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের একজন ঘটনাস্থলেই আর বাকি দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় খুলনা বাগেরহাট মহাসড়কের ফকিরহাট উপজেলার বালই দোকান নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বাগেরহাট সদর উপজেলার সুগন্ধি গ্রামের মো. মতলেব খাঁ (৮০), আহম্মদ খানের ছেলে তাওহিদ আহম্মেদ রুহিন খাঁ (২৪) ও সাখাওয়াত হোসেন শাকুর ছেলে সৈকত শেখ(২৫)। নিহত মতলেব খা রুহিন খাঁয়ের দাদা বলে জানা গেছে।
এ ব্যাপারে বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, খুলনা থেকে ছেড়ে আসা একটি মিনি ট্রাক ও খুলনাগামী একটি মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মো: মতলেব খা ঘটনাস্থলে নিহত হয়। অপর দুইজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাদের মৃত্যু হয়।
এসআইএইচ
