১১ বারের চেষ্টায় আকাশে উড়ল বোরহানের প্লেন

ইউটিউব দেখে প্লেন আবিষ্কার করে এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন সাতক্ষীরার বোরহান মোড়ল। ১০ বার প্লেন তৈরি করে আকাশে উড়াতে না পারলেও ১১ বারের চেষ্টায় সফল হয়েছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, বোরহান সাতক্ষীরার তালা উপজেলার আলাদিপুর গ্রামের আতিয়ার মোড়লের ছেলে। চলতি বছর তালা বিদে সরকারি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে সে।
করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ইউটিউবে প্লেন তৈরির ভিডিও দেখে প্লেন তৈরির প্রতি উদ্বুদ্ধ হয় বোরহান। এরপর অনলাইনে প্লেন তৈরির জন্য বিভিন্ন সরঞ্জাম অর্ডার করেন তিনি। ১০ বার চেষ্টা করে ব্যর্থ হয় সে। তবে পরের বার সফল হন বোরহান। প্লেন তৈরিতে তার ৫০ হাজার টাকা খরচ হয়েছে।
ছেলের এই বিস্ময়কর কাজ দেখে আর্থিক ও মানসিকভাবে সহযোগিতা করেছে বোরহানের বাবা-মা। তার সাফল্য দেখে গর্ববোধ করছে তারা।
বোরহানের বাবা আতিয়ার মোড়ল ও মা বিউটি বেগম জানান, বোরহান এ পর্যন্ত ১০টি পেলেন তৈরি করেছে। কিন্তু এর একটিও আকাশে উড়াতে পারেনি। তবে, ১১ বারের চেষ্টায় সফলতা পেয়েছে বোরহান। এখন তার প্লেনটি আকাশে উঠছে। বিভিন্ন এলাকার লোকজন এটা দেখতে আসে। ছেলের এমন ভিন্নধর্মী কর্মকাণ্ড সবাইকে মুগ্ধ করেছে।
তারা বলেন, বোরহানের মেধাকে সঠিকভাবে কাজে লাগালে পরবর্তীতে আরও নিত্য নতুন আবিষ্কার করতে পারবে। এক্ষেত্রে সরকারি-বেসরকারি সংস্থা যদি বোরহানকে সহযোগিতা করে সেক্ষেত্রে নিত্য নতুন আবিষ্কার দিয়ে কৃষিসহ অন্যান্য খাতে বিভিন্ন সহযোগিতা করতে পারবে বোরহান।
এদিকে প্লেনটি উড়ানোর সময় মানুষের ভিড় দেখা যায়। উৎসুক জনতা বোরহানের কাজকে প্রশংসা করার পাশাপাশি পরবর্তীতে এমন কাজের মাধ্যমে উন্নয়নমুখী পরিবর্তন ঘটবে বলে আশা করেন।
এ প্রসঙ্গে বোরহান মোড়ল বলেন, করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ইউটিউবে বিভিন্ন প্রযুক্তি বিষয়ক ভিডিও দেখে সময় কাটাতাম। হঠাৎ একদিন দেখতে পাই অনেকে প্লেন তৈরি করছে। বিষয়টি দেখে আমি উদ্বুদ্ধ হয় এবং পরবর্তীতে অনলাইনের বিভিন্ন সাইটে গিয়ে প্লেন তৈরির বিভিন্ন সরঞ্জাম অর্ডার করি।
বোরহান বলেন, ককসিট, মটরসহ অন্যান্য সরঞ্জামের সমন্বয়ে একটি প্লেন তৈরি করতে হয়। ১০ বার চেষ্টা করে ওই প্লেন গুলো আকাশে উড়াতে ব্যর্থ হয়েছি। তবে ১১তম বারের চেষ্টায় আমার তৈরিকৃত প্লেনটি এখন সফলভাবে আকাশে ফ্লাই করেছে।
প্লেনের বৈশিষ্ট্য সম্পর্কে এই মেধাবী শিক্ষার্থী বলেন, প্লেনটি কৃষি ক্ষেত্রে ব্যবহার করলে কৃষকরা বেশি উপকৃত হবে। কৃষি ক্ষেতে কীটনাশক স্প্রে করাসহ অন্যান্য ক্ষেত্রেও বেশ ভূমিকা রাখবে এই প্লেনটি। সে ক্ষেত্রে সরকারি কোনও সহায়তা পেলে কাজগুলো আরও সফলভাবে করা সম্ভব হবে।
এ ব্যাপারে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত কুমার বিশ্বাস জানান, চলতি মাসের ৯ তারিখে তালা উপজেলায় ডিজিটাল মেলা হবে। সেখানে বোরহান অংশগ্রহণ করলে তাকে যাচাই-বাছাই পর্যবেক্ষণ করে একটি রিপোর্ট সরকারের কাছে পাঠানো হবে। সরকার যদি সেটার প্রয়োজনীয়তা উপলব্ধি করে সেক্ষেত্রে তাকে সহযোগিতা করা হবে।
এসআইএইচ
