জেলের জালে উঠল দুই শিক্ষার্থীর মরদেহ

রাঙামাটির লংগদুতে বালুভর্তি ট্রলার ও স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ জেলেদের জালে উঠেছে। শনিবার (৫ নভেম্বর) রাতে রিটন চাকমা ও রবিবার (৬ নভেম্বর) সকালে মিনা চাকমার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, শনিবার দিবাগত রাত ২টার দিকে কাপ্তাই লেকের ঘটনাস্থলে জেলেদের জালে আটকে ভেসে উঠে রিটনের নিথর দেহ। এ সময় ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও লংগদু থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে রবিবার সকালে ভেসে উঠে চাকমার মরদেহ।
দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে লংগদু থানার ওসি ইকবাল উদ্দিন জানান, শনিবার মধ্য রাতে ও রবিসকালে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। জেলেদের জালের সঙ্গে তাদের মরদেহ ভেসে উঠে। তারা দুইজন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি শিক্ষার্থী।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে কাট্রলী বিলে স্পিডবোট ও বালু বাহী ট্রলারের সংঘর্ষে এই দুই শিক্ষার্থী নিখোঁজ হয়। এ ঘটনায় আহত হন আরো ৬ জন।
এসআইএইচ
