বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে বিএনপির মহাসমাবেশ গণসমাবেশ শেষ হওয়া পরে ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। এদিকে বিকাল থেকেই ভোলা-বরিশাল রুটেও স্পিড বোড চালু হয়েছে। এছাড়া অভ্যান্তরিণ রুটে এখনও লঞ্চ চলাচল শুরু হয়নি। শনিাবর (৫ নভেম্বর) বিকালে ঢাকা-বরিশাল রুটের লঞ্চ চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন।
তিনি বলেন, আজকে বরিশাল নৌবন্দর থেকে ঢাকার উদেশ্যে সুন্দরবন-১১, পিএস আওলাদ ও পারবত-১৮ লঞ্চ যাত্রী নিয়ে যথাসময় ছেড়ে যাবে। এদিকে বরিশাল কেন্দ্রিয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে অভ্যান্তরিণ ও দুরপাল্লার কোন বাসই রাতে চলবে না বলে জানা গেছে।
বিকেল চারটার পরে ভোলা থেকে স্পিডবোড চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বরিশাল ডিসি ঘাট থেকে স্পিডবোড পরিচালনার দায়িত্বে থাকা মো. তারেক। অন্যদিকো বরিশাল নগরীতে বিকাল থেকেই থ্রি-হুইলার যানবাহন গুলো চলাচল স্বাভাবিক রয়েছে।
এএজেড
