কলাপাড়ায় ৪৬ মণ জাটকা জব্দ, আটক ৩

পটুয়াখালীর কলাপাড়ায় ৪৬ মন জাটকা ইলিশসহ একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৯-৩০০১) জব্দ করেছে মৎস্য বিভাগ। এসময় আটক হওয়া তিনজনকে সবাইকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৫ নভেম্বর) ভোরে শেখ কামাল সেতুর টোল প্লাজার সামনে থেকে এ মাছ জব্দ করে মৎস্য বিভাগ ও পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য।
মৎস্য বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে শেখ কামাল সেতুর টোল প্লাজার সামনে অভিযান চালানো হয়। এসময় একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৯-৩০০১) থেকে ৪৬ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। একই সঙ্গে আটক করা হয় তিনজনকে। পরে ভ্রাম্যমাণ আদালত মিনি ট্রাকের চালক স্বপন (৪২), সহকারী ওহিদুল (৪৬) ও লাইনম্যান রাজুকে কারাদণ্ড প্রদান করেন। মহিপুর থেকে এসব জাটকা ঢাকায় পাচার হচ্ছিলো মাছগুলো।
ড্রাইভার স্বপন জানান, মহিপুর ট্রান্সপোর্ট থেকে জলিল নামের এক ব্যক্তি বড় ইলিশসহ সব ধরনের মাছের কথা বলে তাদের গাড়িতে করে ভাঙ্গা পর্যন্ত মাছ পৌঁছে দেওয়ার চুক্তি করেন। কিন্তু যাত্রাপথে প্রশাসনের অভিযানে ফেঁসে যান তারা।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, আমার এর আগে ৮ টি গণপরিবহন থেকে ৬০ মণ জাটকা ইলিশ আটক করেছি। সে সময় ওইসব পরিবহনের চালক ও সুপারভাইজারদের ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য জানান, সরকারি বিধি-নিষেধ অমান্য করে জাটকা পরিবহনের দায়ে তিন জনকে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এএজেড
