ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ধামরাই উপজেলা ছাত্রলীগের কমিটিতে টাকার বিনিময়ে গঠনতন্ত্র না মেনে ছাত্রদল নেতা, বিবাহিত ও চুরির মামলার আসামিকে পদ দেওয়া সহ নানা অভিযোগে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলামের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে ধামরাই উপজেলা ছাত্রলীগের একাংশ।
শনিবার (৫ নভেম্বর) দুপুর ১২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের থানারোড এলাকায় এ ঝাড়ু মিছিল করেন তারা। এ সময় ধামরাই উপজেলা ছাত্রলীগের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় ঝাড়ু মিছিল শেষে তার বলেন, গঠনতন্ত্র না মেনে অবৈধভাবে টাকার বিনিময়ে, বিবাহিত, মাদক ব্যবসায়ী, চুরির মামলার আসামি ও চিহ্নিত সন্ত্রাসীদের উপজেলা ছাত্রলীগে পদ দেওয়া হয়েছে। ছাত্রদল, যুবদল ও বিএনপির মিছিলে এসেছে সেই জামিল সাইদুল ও মনিরকে ১০ লক্ষ টাকার বিনিময়ে সভাপতি হয়েছে।
এ সময় ধামরাই উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক রবিউল আওয়াল রুবেল বলেন, যেই পর্যন্ত এই অবৈধ কমিটি না ভাংগা হবে সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা ধামরাই উপজেলা ছাত্রলীগ প্রেসক্লাবের সামনে আমরন অনশন করবো কমিটি না ভাংগা পর্যন্ত।
এ সময় ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ছাত্র সংসদের সাবেক ভিপি হাবিব খান বলেন, ধামরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ দেওয়ার জন্য সাইদুল ইসলাম আমার নিকট ১০ লক্ষ টাকা দাবি করে। পরে আমি তাকে ৪ লাখ টাকা দেই এবং বলি আমি ছাত্রলীগ করি এতোটাকা কই পাবো।
সে জানায় ১৫ লাখ টাকায় সভাপতি পদ নেওয়ার জন্য লোক এসে বসে রয়েছে। পরে সে ১০ লাখ টাকার বিনিময়ে জামিলকে সভাপতি পদ দেন। এ বিষয়ে জানতে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেন নাই।
এএজেড
