বাবার উপর অভিমান করে মেয়ের আত্মহত্যা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বাবার কাছ থেকে বসতবাড়ির জায়গা না পেয়ে বিষপানে আত্মহত্যা করেছেন এক নারী। নিহত রহিমা খাতুন (৪০) উপজেলার চরফকিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কড়ইতলা এলাকার মো. শহীদুল্লার স্ত্রী।
শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে শুক্রবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিষপানে আত্মহত্যা করেন তিনি।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো.ইউছুফ জানান, নিহত রহিমা তার বাবার মালিকানাধীন জায়গার উপর একটি বাড়ি করে বসবাস করে আসছে। এক পর্যায়ে রহিমা বাবা জীবিত থাকাকালীন ওই বাড়ির জায়গা তার নামে রেজিস্ট্রির দাবি করে। এ নিয়ে সামাজিকভাবে একটি বৈঠকে বসে তারা। এ নিয়ে সে বাবার উপর অভিমান করে অথবা হতাশা থেকে বিষপানে আত্মহত্যা করে। পরে বাড়িতে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে পার্শ্ববর্তী একটি বাড়ির সামনে রাস্তার উপর মুমূর্ষু অবস্থায় মাটিতে মাকে পড়ে থাকতে দেখে তার ছেলে। সেখান থেকে নিহতের স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। খবর পেয়ে পুলিশ শুক্রবার বিকাল ৫টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসাইন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এসআইএইচ
