এবার কক্সবাজারে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী ১৫,১৫৮ জন

সারাদেশের ন্যায় কক্সবাজারেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে রবিবার থেকে। লিখিত পরীক্ষা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। ১৫ ডিসেম্বরের পর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা শেষ হবে ২২ইডিসেম্বর।
এবার কক্সবাজার জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ৩৪টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৫ হাজার ১৫৮ জন। তার মধ্যে এইচএসসি পরীক্ষায় ১৮টি কেন্দ্রে ১১ হাজার ৬৩৪ জন, আলীম পরীক্ষায় ৮টি কেন্দ্রে ২ হাজার ২৬৩ জন এবং বিএম/ভোকেশনাল পরীক্ষায় ৮টি কেন্দ্রে ১ হাজার ৩০১ জন পরীক্ষার্থী।
কক্সবাজার জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি কার্যলয় থেকে এ তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্য মতে এইচএসসিতে কক্সবাজার সরকারি কলেজে ১ হাজার ৪২৭ জন, কক্সবাজার সরকারি মহিলা কলেজে ১ হাজার ২৮৪ জন, ঈদগা রশিদ আহমদ কলেজে ৯২৩ জন, কক্সবাজার সিটি কলেজে ১ হাজার ১৩১ জন, রামু সরকারি কলেজে ৯১৭ জন চকরিয়া সরকারি কলেজে ৫২২ জন, বদর খালী খলোনীজেশন হাই স্কুলে ৩১৮জন, চকরিয়া সিটি কলেজে ৩৪৪ জন, চকরিয়া মহিলা আবাসিক কলেজে ২৪৫ জন, দুলাহাজারা উচ্চ বিদ্যালয়ে ৬১৩ জন, পেকুয়া শহীদ জিয়া বিএমইউআই'তে ৩৮৭জন কুতুবদিয়া সরকারি কলেজে ৬৪৭জন, মহেশখালী কলেজে ৪০৫জন, মহেশখালী সরকারী বঙ্গবন্ধু মহিলা কলেজে ৫২৬ জন, উখিয়া কলেজে ৫৯৬ জন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে ৫৮৪ জন, টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৬০ জন ও নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩০৫ জন পরীক্ষার্থী।
আলীম পরীক্ষায় কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় ৩৪৫ জন, আদর্শ মহিলা কামিল মাদ্রাসায় ৩৮৭ জন, চকরিয়া আনুয়ারুল উলুম মাদ্রাসায় ৫৬৮ জন, মহেশখালী পুটিবিলা ফাজিল মাদ্রাসায় ১৮০ জন, টেকনাফ রোঙ্গীখালী ফাজিল মাদ্রাসায় ১২২ জন, পেকুয়া আনুয়ারুল উলুম মাদ্রাসায় ১৯৪ জন, রাজাপাং ফাজিল মাদ্রাসায় ৩৯৮ জন ও কুতুবদিয়া বড়ঘোপ মাদ্রাসায় ৬৯ জন পরীক্ষার্থী।
এ ছাড়াও বিএম/ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কর্মাস পরীক্ষায় কক্সবাজার সিটি কলেজে ২৬২ জন, কক্সবাজার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ৪৪ জন, রামু সরকারি কলেজে ৩৮৪ জন, উখিয়া নুরুল ইসলাম বিএম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ১৯৫ জন, মহেশখালী আলমগীর ফরিদ টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে ৮৩ জন, উখিয়া কলেজে ৮৪ জন, পেকুয়া শহীদ জিয়া বিএমআই‘তে ১৬৩ জন ও কুতুবদিয়া টেকনিক্যাল বিএম কলেজে ৮৬ জন পরীক্ষার্থী।
এ ব্যাপারে কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ জানান, প্রত্যেক কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দায়িত্বশীল কর্মকর্তা কেন্দ্রের দায়িত্ব পালন করবেন। আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে। ৪টি ভিজিলেন্স টিম প্রস্তুত থাকবে। সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।
এসআইএইচ
