৩ বছরের সাজা থেকে বাঁচতে ১৯ বছর ধরে পলাতক!

তিন বছরের সাজা এড়াতে ১৯ বছর পালিয়ে থাকার পর গ্রেপ্তার হলেন ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ জগতপুর গ্রামের মো. মাঈন উদ্দিন নামে সাজাপ্রাপ্ত এক আসামি। শুক্রবার তাকে আদালতে পাঠিয়েছে দাগনভূঞা থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. মাঈন উদ্দিন দাগনভূঞা উপজেলার দক্ষিণ জগতপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, চট্টগ্রাম পাঁচলাইশ থানার মামলা নং-৪(১২)২০০১ এস,টি নং-৫২৬/২০০২, মাদক মামলার ৩ বছরের সাজা পরোয়ানাভূক্ত আসামী মো. মাঈন উদ্দিন দীর্ঘ ১৯ বছর পলাতক ছিল। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করে দাগনভূঁঞা থানা পুলিশ।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানান, বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এএজেড
