সমাবেশস্থলে নেতা-কর্মীদের জুমার নামাজ আদায়

বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশের ২ দিন আগেই সমাবেশস্থলে যোগ দিয়েছেন হাজার হাজার নেতা-কর্মী। সমাবেশস্থলেই (বঙ্গবন্ধু উদ্যান) দুই ভাগে ভাগ হয়ে শুক্রবার (৪ নভেম্বর) জুমার নামাজ আদায় করেছেন শত শত নেতা-কর্মী।
শুক্রবার (৪ নভেম্বর) বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানের পশ্চিম পাশে তারা নামাজ আদায় করেন। এসময় কর্মী-সমর্থদের সঙ্গে কেন্দ্রীয়, স্থানীয় ও বিভাগের বিভিন্ন জেলা উপজেলার নেতা-কর্মীরাও নামাজ আদায় করেন।
বরগুনা পাথরঘাটা উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হোসেন বলেন,‘আমরা শত শত নেতা-কর্মী একসঙ্গে নামাজ আদায় করতে পেরে খুবই আনন্দিত। গণসমাবেশ সফল করতে মহান আল্লাহর কাছে দোয়া চেয়েছি। যাতে কোনো অপশক্তি আমাদের রুখতে না পারে।’
মো. শহিদুল ইসলাম নামে বিএনপির এক কর্মী বলেন, ‘বেগম খালেদা জিয়ার সুস্থতা, ও দেশের জনগণ যেন সরকারের হাত থেকে মুক্তি পায় এজন্য দোয়া করা হয়েছে।’
এদিকে আগামীকাল ৫ নভেম্বর বরিশালে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের দুই দিন আগেই বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতা-কর্মী ও সমর্থকরা।
এসজি
