আর কোনদিন লাগবে না মোবাইলে ফ্লেক্সিলোড

তাঁর আর কোন দিন মোবাইলে ফ্লেক্সিলোড লাগবে না, তিনি আর কোনদিন পরিবার বা স্বজন কারো সাথে কথা বলবেন না। চিরদিনের মতই বিদায় নিয়েই চলে গেলেন। তাঁর নাম সূর্য কুমার নাথ (৭৫)। তিনি ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের মালিপুর গ্রামের মৃত শরৎ চন্দ্র নাথের ছেলে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কের ফেনী সদর উপজেলার রাণীরহাট বাজারের অদুরে একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই মারা গেছেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
নিহত সূর্য কুমার নাথ ছেলে বিজয় কুমার নাথ জানান, তাদের বাড়ী থেকে স্থানীয় রাণীরহাট বাজার মাত্র ৬-৭ মিনিটের পথ। তার বাবার মুঠোফোনে টাকা শেষ হয়ে যাওয়ায় তিনি আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাড়ী থেকে বের হয়ে ফ্লেক্সিলোড করার জন্য রাণীরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। বাড়ী থেকে বের হওয়ার সময় বলে যান, এই যাবো আর আসবো। মোবাইলে ফ্লেক্সিলোড করেই বাড়ী চলে আসবো, দেরী হবে না। বাবা বাড়ী না ফিরে চলে গেলেন হাসপাতালের মর্গে।
তিনি জানান, তার বাবা ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কে ওঠা মাত্রই একটি দ্রুতগামী মোটরসাইকেল তার বাবাকে জোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের উপর ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বাবার আর কোন দিন ফ্লেক্সিলোড লাগবে না। তিনি আর পরিবার বা স্বজনদের কারো সাথে কথা বলবেন না।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কের ফেনী সদর উপজেলার রাণীরহাট বাজারের পূর্ব পাশে একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় সূর্য কুমার নাথ (৭৫) নামে একজন পথচারী আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তারপরও ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। এসময় মোটর সাইকেল আরোহী দুইজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। মোটরসাইকেলটি পুলিশ থানায় নিয়ে যায়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন মোটরসাইকেলের ধাক্কায় একজন বৃদ্ধের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান. ময়নাতদন্তের জন্য তার লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তারা অজ্ঞাত হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।
এএজেড
