কুষ্টিয়ার চার ইউনিয়নে তিন নৌকা ও এক স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত
কুষ্টিয়ার খোকসা উপজেলায় চেয়ারম্যান পদে উপ নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো.বাবুল আক্তার। তিনি এবারই প্রথম উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
ভোট গ্রহণ শেষে খোকসা উপজেলা সহকারী রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা মো. রশিদুল আলম বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন। মো.বাবুল আক্তার পেয়েছেন ২৬ হাজার ৫শত ৯৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মোতাহার হোসেন খোকন (ঘোড়া প্রতীক) পেয়েছেন ১৯ হাজার ৯শত ১৮ ভোট।
অপর দিকে আরেক স্বতন্ত্র প্রার্থী মো.শহিদুল ইসলাম (আনারস প্রতীক) পেয়েছেন মাত্র ১ হাজার ১৮ ভোট। নৌকার প্রার্থী মো. বাবুল আক্তার বেসরকারিভাবে খোকসা উপজেলা পরিষদ উপ নির্বাচনে ৬ হাজার ৬শ ৭৮ ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
খোকসা উপজেলা পরিষদ উপ নির্বাচন সকাল ৮টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। উপজেলার ১ লক্ষ ৯ হাজার ৯শ ৪৭ জন ভোটারের মধ্যে ৫০টি ভোট কেন্দ্রে ৪৭ হাজার ৫শ ৩২জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন। খোকসা উপজেলা রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা মো.রশিদুল আলম বলেন, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে উপজেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
অপর দিকে কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর চশমা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আনিসুর রহমান ঝন্টু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সদর উপজেলার আরেক ইউনিয়ন জিয়ারখী ইউনিয়নে নৌকা প্রতীকে আওয়ামীলীগ প্রার্থী শাহজাহান আলী বিশ্বাস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ও মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নে মাহাবুবুর রহমান মামুন ও চিথলিয়া ইউনিয়নে এনামুল হক বাবলু আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এএজেড