হিলিতে ধান ক্ষেত থেকে দুটি মর্টার সেল উদ্ধার

দিনাজপুরের হিলিতে ধান ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি মর্টার সেল উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় হিলির মহেশপুর গ্রামের ইউসুফ আলীর বাড়ির পাশের ধান ক্ষেত থেকে মর্টার সেল দুইটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলার মহেশপুর গ্রামের কৃষক ইউসুফ আলী তার ধানের জমিতে পানি দিতে যায়। এ সময় জমিতে পানি ঢোকানোর জন্য কোদাল দিয়ে আইল কাটতে গেলে তাতে শক্ত কিছু বাধে। সেখানকার মাটি খুঁড়ে দুটি মর্টার শেল উদ্ধার করা হয়। পরে সে গ্রাম পুলিশকে খবর দেয়। গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইউসুফ আলীর বাড়ি থেকে মর্টার শেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ১২ কেজি ওজনের মর্টার শেল দুটি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে মর্টার শেল দুটি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ফেলা হয়েছিল।
এসআইএইচ
