বিদ্যুৎ অপচয় রোধে অভিযান, ৩৫ মামলায় জরিমানা ১৪ হাজার
দেশে বিদ্যুতের অপচয় রোধে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা বাস্তবায়নের জন্য নরসিংদী জেলার সবকটি উপজেলায় একযোগে অভিযান পরিচালনা করা হয়েছে।
নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের নির্দেশে জেলার ৬টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনাররা (ভূমি) সোমবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত স্ব-স্ব উপজেলায় বিভিন্ন হাট বাজার ও রাস্তার পাশে থাকা দোকানপাটে এ অভিযান পরিচালনা করে।
৬টি উপজেলায় অভিযান পরিচালনা করে মোট ৩৫টি মামলায় সর্বমোট ১৪ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৭টি মামলায় ৪ হাজার ৪০০, মনোহরদী উপজেলায় ২১টি মামলায় ৪ হাজার ২০০, রায়পুরা উপজেলায় দুটি মামলায় ৩ হাজার, শিবপুর উপজেলায় দুটি মামলায় দুই হাজার, পলাশ উপজেলায় দুই মামলায় এক হাজার ও বেলাব উপজেলায় মাত্র একটি মামলায় ২০০ টাকা আর্থিক জরিমানা করা হয়।
সরকারি নির্দেশনা বাস্তবায়নে নরসিংদী জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নরসিংদী জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক।
এসআইএইচ