ছোট ভাইয়ের হাতে প্রাণ গেল বড় ভাইয়ের

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লোকমান হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার ছোট ভাই। রবিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লোকমান হোসেন ওই গ্রামের মুনসুর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে লোকমান হোসেনের সঙ্গে তার ছোট ভাই মোশারফ হোসেনের দীর্ঘদিন মনোমালিন্য ছিল। এরই জের ধরে রবিবার সকালে লোকমান হোসেনের সঙ্গে মোশারফের হোসেনের কথা কাটাকাটি সৃষ্টি হয়। এর এক পর্যায়ে মোশারফ তার কাছে থাকা ধারালো দা দিয়ে বড় ভাই লোকমানের বুকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই মারা যান লোকমান।
এ বিষয়টি নিশ্চিত করে শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারব।
এসআইএইচ
