নাশকতার আশংকায় আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি

রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে নগরীতে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা সহ সকল ধরনের নাশকতার আশঙ্কায় অবস্থান কর্মসুচি পালন করে জেলা আওয়ামী লীগ। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর বেতপট্টিতে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ অবস্থান কর্মসূচি নেয় নেতৃবৃন্দ। এছাড়াও মহানগর আওয়ামী লীগ কার্যালয়েও অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়।
রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু বলেন, আওয়ামী লীগ শান্তি পূর্ন কর্মসূচিতে বিশ্বাসী। দেশের প্রতিটি রাজনৈতিক সংগঠনের মিছিল, মিটিং ও সমাবেশ করার অধিকার রয়েছে। তবে মিছিল ও সমাবেশের নামে কোন রাজনৈতিক দল দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি, নাশকতা ও জনগনের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করলে আওয়ামী লীগ প্রতিহত করার জন্য অতীতেও মাঠে ছিল। আজও আছে ভবিষ্যতেও মাঠে থাকবে। কর্মসূচিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করে।
এএজেড
