জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ অফিসার এসআই ওয়ালীউর

লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ালীউর রহমান।
শনিবার (২৯ অক্টোবর) কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষ্যে জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ অফিসার হিসেবে ওয়ালীউর রহমানের হাতে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন জেলা প্রশাসক মোঃ আবু জাফর ও পুলিশ সুপার সাইফুল ইসলাম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ওয়ালীউর রহমান ২০১৯ সালের ডিসেম্বর মাসে আদিতমারী থানায় উপ-পরিদর্শক ( এস,আই) হিসেবে যোগদান করেন। দীর্গদিন এ থানায় সুনামের সাথে কাজ করে আসছেন। কমিউনিটি পুলিশিং কার্যক্রমে তিনি ব্যাপক সুনাম অর্জন করেন। তারই ধারাবাহিকতায় এ সম্মাননা পুরুস্কার।
জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ অফিসার ও আদিতমারী থানার এসআই ওয়ালীউর রহমান বলেন, ভাল কাজে পুরুস্কৃত হওয়ায় কাজের আগ্রহ ও স্পৃহা আরও বেড়ে যাবে।
এএজেড
