গানে গল্পে সময় কাটাচ্ছেন নেতাকর্মীরা!
দল বেধে গল্প ও গানের তালে তালে সময় কাটাচ্ছেন ৮ জেলা থেকে আগত নেতা-কর্মীরা। রাত পোহালেই রংপুর বিএনপির গণসমাবেশ। সরেজমিনে গিয়ে দেখা যায়, পরিবহন বন্ধের আভাস পেয়ে দুই দিন আগেই বিভাগীয় সমাবেশেস্থলে হাজির হয়েছেন তৃনমুল পর্যায়ের নেতা কর্মীরা। কেউ গান গাচ্ছেন কেউ বা গল্পের আসর জমিয়ে সহযোদ্ধার আকৃষ্ট করছেন। আবার একদল নেতা কর্মী দলীয় স্লোগানে পুরো স্কুল মাঠ মুখরিত করে রেখেছেন। কেউ কেউ ফেসবুকের চ্যাটে ব্যস্ত সময় পার করছেন।
গাইবান্ধা থেকে আসা নাজমুল ইসলাম নামে এক বিএনপির নেতা বলেন, গাড়ি বন্ধ হবে জেনে গতকাল রাতেই আমরা কয়েকজন আসছি। এখানে এসে দেখে খাবার নাই। হোটেলে সিট নাই। তাই বাধ্য হয়ে খোলা মাঠেই বাদাম খাচ্ছি আর গল্প করছি। নীলফামারি থেকে আসা আরেক নেতা বলেন, গাড়ি বন্ধ তাই মোটসাইকেল আজ সকালে নিয়ে এসেছি। তার পরেও রাস্তায় পুলিশ ঝামেলা করেছে।
অন্যদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও মহাসড়কে নসিমন, করিমন, মাহিন্দ্রা, অতুল, ইজিবাইকসহ তিন চাকার অবৈধ যানবাহন চলাচলের প্রতিবাদে আজ শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই দিন বাস চলাচল বন্ধ থাকবে বলে ঢাকাপ্রকাশকে জানিয়েছেন রংপুর পরিবহন মালিক সমিতি।
তবে ধর্মঘটকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মোটরসাইকেল যোগে সভাস্থলে এসেছেন। কেউ কেউ বুধবার-বৃস্প্রতিবার রাতেই মিনিবাস, ট্রাক, পিকআপ ভাড়া করে বিভাগীয় সমাবেশ সফল করতে ছূটে এসেছেন।
উল্লেখ্য, আগামী শনিবার (২৯ অক্টোবর) রংপুর কালেক্টরেট স্কুল মাঠে বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচীব হারুনুর রশীদ এমপি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এএজেড