মেঘনায় নিখোঁজ গালিবের সন্ধান, এখনও মেলেনি মাহফুজ
নরসিংদীর মেঘনা নদীতে নৌ-ভ্রমনে গিয়ে নিখোঁজ দুই ছাত্রের মধ্যে হাফেজ মো. গালিব (১৩) নামে এক জনের সন্ধান পেয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শুক্রবার বেলা প্রায় দুইটার দিকে জাল টেনে তাকে উদ্ধার করে। অপর নিখোঁজ মাহফুজের সন্ধান এখনো পাওয়া যায়নি।
নিখোঁজ হাফেজ গালিব পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলাপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। অপর নিখোঁজ হাফেজ মাহফুজ রায়পুরা উপজেলার বড়ইতলা এলাকার হারুন মিয়ার ছেলে। তারা দুই জনই নরসিংদীর নরসিংদীর জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসা গাবতলীর ছাত্র বলে জানালেন নিখোঁজ মো: গালিব এর বাবা আজিজুল হক।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা থেকে ছাত্র-শিক্ষকসহ প্রায় ৩২ জন মিলে বশখালিপুর এলাকার মেঘনা নদীতে নৌ-ভ্রমণে যায়। সেখানে একটি মাঠে ফুটবল খেলে শিক্ষার্থীরা। এক পর্যায়ে ফুটবলটি মেঘনা নদীতে পরে যায়। তাই মো: গালিব ও মাহফুজ পানি থেকে ফুটবল উটয়ে আনতে গিয়ে পানিতে ডুবে যায়। সন্ধা পর্যন্ত কোন খোঁজ না পেয়ে শিক্ষকরা খবর দেয় তাদের পরিবারের কাছে।
খবর পেয়ে রাতেই দুই জনের পরিবরের সদস্যরা, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশকে খবর দিলে তারা নিখোঁজ ছাত্রদের খোঁজাখোজি শুরু করেন। রাত ৯টা পর্যন্ত সন্ধান না পেয়ে বাড়িতে ফিরে যান। আজ সকালে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, ফায়ার সার্ভিস ও নৌপুলিশ সহ স্বজনরা পুনরায় খোঁজাখোজি শুরু করেন। বেলা প্রায় ২টার দিকে ঘটনাস্থলের অদুরে হাফেজ মো: গালিবের মরদে উদ্ধার করে ডুবুরি দল।
নরসিংদীর ফায়ার সার্ভিসের উপ সহকারী মো. নুরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে তাদের উদ্ধারের চেষ্টা চালানো হয়। গভীর স্রোতের কারণে রাত পর্ষন্ত তাদের কাউকে খুঁজে না পাওয়ায় স্থগিত করা হয়। আজ সকালে ঢাকা থেকে ডুবুরি দল আসার পর পুনরায় তল্লাশি চালিয়ে বেলা দুইটার দিকে হাফেজ মো: গালিবের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। অপর নিখোঁজ মাহফুজের সন্ধান একনো দেওয়া সম্ভব হয়নি। তবে তাকেও উদ্ধারের চেষ্টা চলছে।
এএজেড