ঋণ শোধ করতে না পেরে জেলের আত্মহত্যা

কক্সবাজারের মহেশখালীতে আবদু শুক্কুর (৪৫) নামের এক লবণচাষী বিষপানে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার কুতুবজোম ইউনিয়নের বরদিয়া গ্রামে নিজবাড়িতে এ ঘটনা ঘটে। আব্দু শুক্কুর বড়মহেশখালী ইউনিয়নের পশ্চিম ফকিরাঘোনা গ্রামের মৃত মোহাম্মদ আমিনের পুত্র।
এলাকাবাসী জানান, আবদু শুক্কুর পেশায় লবণ চাষী। প্রায় এক যুগ ধরে তিনি লবণ চাষ করেই জীবিকা নির্বাহ করছেন। কিন্তু এতে বারবার লোকসানের কারণে পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে পারেনি তিনি। বরং ঋণগ্রস্ত হয়ে পড়ে।
তার স্ত্রী খোরশেদা বেগম জানান, তাদের সংসারে ছোট ছোট দুই ছেলে ও এক মেয়ে আছে। তার স্বামী সংসারের খরচ চালাতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ে। কাজ না থাকায় সেই ঋণও পরিশোধ করতে পারছে না। পাওনাদারদের চাপে পালিয়ে বেড়াচ্ছিলেন। গতকাল বাড়িতে আসলে পাওনাদাররা টাকা চাইতে যোগাযোগ করে। এই বিষয়ে স্ত্রীর সাথেও মনোমালিন্য হয় তার।
তিনি আরো জানান, ঋণ পরিশোধের কোন পথ না পেয়ে সকলের অগোচরে তার স্বামী বিষপান করে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী জানিয়েছেন, ঋণের চাপ সইতে না পেরে ওই ব্যক্তি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা যায়। মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এএজেড
