রংপুরে বিএনপির গণসমাবেশ, ঠাকুরগাঁওয়ে পরিবহন ধর্মঘট!

রংপুরে বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে ঠাকুরগাঁও থেকে রংপুরগামী সব পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি। বিএনপির সমাবেশ ঘিরে ধর্মঘট ডাকা হলেও এর মূল শিকার হন সাধারণমানুষ ও অফিসগামী ব্যক্তিরা। শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই দিন বাস চলাচল বন্ধ থাকবে রংপুর থেকে এমন একটি নির্দেশনা পেয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা।
বাস ধর্মঘটের বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। নেতা-কর্মীরা বলছেন, শনিবার (২৯ অক্টোবর) বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশকে বাধাগ্রস্ত করতে উদ্দেশ্যমূলকভাবে এ বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সমাবেশ সফল করার জন্য তাঁরা ইতোমধ্যে প্রস্তুতিমূলক সভা করছেন। তবে মালিক সমিতি বলছে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও মহাসড়কে নসিমন, করিমন, মাহিন্দ্রা, অতুল, ইজিবাইকসহ তিন চাকার অবৈধ যানবাহন চলাচলের প্রতিবাদে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ সহ কয়েকজন নেতা জানায়, গণসমাবেশ বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে। পরিবহন বন্ধ রাখা মানে মহাসমাবেশ হবে না, এটি ভাবার অবকাশ নেই। সব বাধা অতিক্রম করে আমরা রংপুরে পৌছাবোই। এ ধরনের পরিবহন বন্ধ রাখা মানে আমাদের গণতান্ত্রিক অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ।
এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা তৈয়মুর রহমান ঢাকাপ্রকাশ-কে বলেন, রংপুর বিভাগের আটটি জেলা থেকে গণসমাবেশে নেতাকর্মীদের আসা বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে জন্য ৮ জেলার নেতাকর্মীদের বিকল্পভাবে সমাবেশে আগে-ভাগে আসতে বলা হয়েছে। যে কোনো মূল্যে শনিবার রংপুরের জেলাস্কুল মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করবই।
এ ব্যাপারে ঠাকুরগাঁও বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহাবুব আলম বলেন, বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে নয়, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলের প্রতিবাদে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে রংপুর মোটর মালিক সমিতি। এ সময়ের মধ্যে আমাদের দাবি মানা না হলে ধর্মঘটের সময় আরও বাড়তে পারে বলে জানান তিনি।
উল্লেখ্য, আগামী শনিবার (২৯ অক্টোবর) রংপুরের জেলাস্কুল মাঠে বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচীব হারুনুর রশীদ এমপি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এএজেড
